chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অবস্থার অবনতি সিএমএইচে নেওয়া হচ্ছে মাশরাফিকে

ডেস্ক নিউজ: করোনা আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্বাস্থ্য অবস্থার অবনতি হয়েছে। গতকালও তার অবস্থার অবনতি ছিলো, সামান্য জ্বর ও শরীর ব্যথা ছিল। তবে সকাল থেকে পুরোনো অসুখ মজুদ থাকায় বুকে চাপ অনুভব করছেন।এমতাবস্থায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। 

মাশরাফির ঘনিষ্ঠ সূত্র সোমবার (২২ জুন) এমন তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের তথ্যমতে, অ্যাজমার সমস্যা মাশরাফির আগে থেকেই ছিল। সে কারণে হয়ত সকাল থেকে বুকে চাপ অনুভব করছেন। পরিবারের সবাই মাশরাফিকে সিএমএইচে নেওয়ার কথা ভাবছে। পরিবারের পক্ষ থেকে হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
সূত্রটি জানায়, মাশরাফি ঘুমুচ্ছে। ঘুম থেকে উঠলে তার সঙ্গে পরিবার সদস্যরা আলাপ-আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তিন চার দিন ধরে ঠান্ডা জ্বরে ভোগার পর গত শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন লাল সবুজের এই কিংবদন্তি ক্রিকেটার। নমুনা দেওয়ার পরদিন শনিবার জানতে পারেন তিনি করোনা পজিটিভ। এরপর থেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন মাশরাফি।

এই বিভাগের আরও খবর