chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হজ নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

আগামী ২৮ জুলাই চলতি বছরের হজ শুরু হওয়ার কথা রয়েছে। করোনা ভাইরাস মহামারির মধ্যে হজ অনুষ্ঠিত হবে কি না সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সৌদি আরব। তবে ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। খবর স্কাই নিউজের।

সৌদি আরবে প্রতি বছর প্রায় ২৫ লাখ মানুষ হজ করতে যায়। এ বছর করোনা ভাইরাসের কারণে হজ অনুষ্ঠিত হওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে অন্তত ছয়টি দেশ জানিয়েছে তারা এ বছর হজে লোক পাঠাবে না। তবে বাংলাদেশ এখনো এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।

হজ অনুষ্ঠানের কারণে মুসলিম দেশগুলোর ওপর শুধু প্রভাবই নয় ব্যাপক সম্মান পায় সৌদি আরব। শুধু তাই নয়, হজ আয়োজন করে প্রতি বছর ৫০০ কোটি পাউন্ড আয় করে দেশটি।

মে মাসের শেষদিকে লকডাউন শিথিল করে সৌদি আরব। কিন্তু দেশটিতে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে হজ বাতিল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি এমনটা ঘটে, তাহলে গত ৯০ বছরের মধ্যে এবারই প্রথম হজ বাতিল হবে।

এর আগে সংঘর্ষ এবং মহামারির কারণে ৪০ বার হজ বাতিল হয়েছে। সবশেষ ১৭৯৮ সালে হজ বাতিল হয়েছিল বলে ধারণা করা হয়।

এই বিভাগের আরও খবর