chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘বঙ্গভূষণ’ পদকপ্রাপ্ত রেজওয়ানা চৌধুরী বন্যা করোনা আক্রান্ত

বিনোদন ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ১২ দিন আগে নমুনা পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়ে। তবে তার শারীরিক অবস্থা এখন ভালো। বিষয়টি শিল্পী নিজেই জানিয়েছেন।

রোববার রাতে বন্যা বলেন, ১২ দিন আগে করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলাম। তখন রিপোর্ট পজিটিভ এসেছিল। দুই দিন পর আবারও পরীক্ষা করাব। আশা করি রিপোর্ট নেগেটিভ আসবে। এখন তার শারীরিক অবস্থা খুব ভালো। বন্যার মামা জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা যাওয়ার পর বন্যা সাবধানে ছিলেন। এরপর ১২ দিন আগে করোনা টেস্ট করান। তিনি জানান, মঙ্গলবার দ্বিতীয়বারের মতো করোনার নমুনা দেবেন।

উল্লেখ্য, সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে বন্যা স্বাধীনতা পুরস্কার পান। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন।