chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩ মাস পর ঢাকা ছাড়ল প্রথম আন্তর্জাতিক ফ্লাইট

ডেস্ক নিউজ: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে বন্ধ হওয়ার প্রায় তিন মাস পর এই প্রথম আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২১ জুন) দুপুর ১২টা ২০ মিনিটে বোয়িং ৭৩৭-৮ ড্রিমলাইনার এয়ারক্রাফট নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, ফ্লাইটে ১৮৭ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৫ জন শিশু।

এর আগে, করোনা মোকাবিলায় গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক।

এই বিভাগের আরও খবর