chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বহিনোঙরে ৮৫০ টন মটর ডালবাহী জাহাজের তলায় ফাটল

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে প্রায় ৮৫০ টন মটর ডালবাহী একটি জাহাজের তলা ফেটে গেছে।

রোববার (২১ জুন) সকালে সাগরে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে আকস্মিকভাবে ‘এমভি নিউ গোলাম রহমান’ নামের জাহাজটির তলা ফেটে যায়। এরপর দ্রুত জাহাজটিকে পতেঙ্গা সীবিচ এলাকার দিকে চালিয়ে চরায় উঠিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি নবী আলম জানান, দুর্ঘটনাকবলিত জাহাজটির নাবিকরা এখন নিরাপদে আছেন।

বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের একজন কর্মকর্তা বলেন, মডার্ন লজিস্টিকসের মালিকানাধীন জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে ডাল খালাস করে খুলনার নোয়াপাড়ার দিকে যাত্রা শুরুর পর দুর্ঘটনা ঘটে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।