chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারত-চীন সমস্যার সমাধান করতে চান ট্রাম্প

চীন-ভারত সীমান্ত উত্তেজনা নিরসনে সাহায্য করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শনিবার (২০ জুন) ওকলাহোমায় নির্বাচনী জনসভা শেষে তিনি এ কথা জানান। খবর এনডিটিভির।

করোনা সংক্রমণ ও লকডাউন পরবর্তী সময়ে এটাই রিপাবলিকানদের তরফে ট্রাম্পেের প্রথম নির্বাচনী জনসভা।

ট্রাম্প বলেন, পরিস্থিতি খুব গম্ভীর। তারা সংঘাতে জড়িয়েছে, আমরা দেখবো কী ঘটে। আমরা চেষ্টা করব সমাধান দিয়ে তাদের সাহায্য করতে।

চলমান সীমান্ত উত্তেজনা কমাতে ভারত-চীন উভয়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলেও জানিয়েছেন ট্রাম্প।

জানা গেছে, গত কয়েকদিন ধরে ট্রাম্প প্রশাসন এই ঘটনায় চীনের আগ্রাসনের বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও খানিকটা অভিযোগের সুরে বলেছেন, ‘পিএলএ ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। তারা দক্ষিণ চীন সাগরেও সামরিক শক্তি প্রয়োগ করছে। এমনকি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দখলেরও চেষ্টা করছে।’

গত সোমবার লাদাখ সীমান্তে চীনা সেনার হাতে প্রাণ হারিয়েছেন ২০ জন ভারতীয় সেনা। তারপর থেকেই দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে।

এই বিভাগের আরও খবর