chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে অতিরিক্ত দামে পণ্যবিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৪ দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে পণ্যবিক্রি এবং মূল্য তালিকা না রাখায় চার দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার নগরীর চকবাজারের কাচা বাজারে কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকায় এবং অতিরিক্ত দামে পণ্যবিক্রয় করায় সুজন স্টোরকে ৫ হাজার টাকা এবং গ্রীন টি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রামে অতিরিক্ত দামে পণ্যবিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৪ দোকানকে জরিমানা

এছাড়াও বাজারে আগত ক্রেতা এবং বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। এসময় নগরীর বায়েজিদ এলাকায় লেগুনায় সামাজিক দুরত্ব মেনে যাত্রী পরিবহন করা হচ্ছে কিনা সে ব্যাপারে মনিটর করা হয়।

চট্টগ্রামে অতিরিক্ত দামে পণ্যবিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৪ দোকানকে জরিমানা

অন্যদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান নগরীর পতেঙ্গা, ইপিজেড, বন্দর, পাহাড়তলী, আকবরশাহতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ৫ টি থানার বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারে বিষয়ে জনগণকে সচেতন করেন ভ্রাম্যমাণ আদালত।

আকবর শাহ ১০ নং ওয়ার্ডের রেড জোনে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্য বিধি না মানায় এক দোকানদারকে ৩ হাজার টাকা এবং অন্য আরেক দোকানীকে মূল্য তালিকা প্রদর্শন না করায় তাকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এই বিভাগের আরও খবর