chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে বিদেশী নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিলিপাইনের এক নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) রাত পৌনে ১০টার দিকে রুয়েল কাতান নামে ওই বিদেশী মারা যান বলে জানান চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম।
চট্টগ্রামে এই প্রথম করোনার উপসর্গে কেনো বিদেশি নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটলো।

মৃত রুয়েল কাতান (৫০) চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের শিপ প্ল্যানার হিসেবে কর্মরত।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রুয়েল কাতানের জ্বর-শ্বাসকষ্টসহ করোনার লক্ষণ নিয়ে ৪ জুন হাসপাতালে ভর্তি হন। এর আগের দিন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। চট্টগ্রামে নমুনাজটের কারণে যে নমুনাগুলো ঢাকা পাঠানো হয়েছিল সেখানে কাতানের নমুনাও ছিল। ১৯ জুন তার মৃত্যুর আগ পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। কাতান ১৬ দিন ধরে চিকিৎসাধীন থেকে শুক্রবার রাতে তিনি চমেকেই মারা গেলেন।

এই বিভাগের আরও খবর