chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বব্যাপী ২৪ ঘন্টায় রেকর্ড ১ লাখ ৮০ হাজার আক্রান্ত

আগের সব রেকর্ড ছাড়িয়ে বিশ্বব্যাপী নতুন আক্রান্তের রেকর্ড গড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)। বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৪৪৫ জন মানুষ। যা একদিনে সর্বোচ্চ।

এ নিয়ে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ লাখ ৫০ হাজার ৪৩০ জনে।

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৫ হাজার ৬৬ জন। ফলে সর্বমোট মৃতের সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ৮২০ জনে ঠেকেছে।

এ ছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন সোয়া ৪৬ লাখের মতো মানুষ।

শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা প্রায় ২৩ লাখে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ৪০৭ জন মানুষের।

দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ও প্রাণহানির দেশ ব্রাজিলে গত একদিনেই ৫৫ হাজারের বেশি মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এতে করে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৮ হাজার ৫৬৮ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ৪৯ হাজার ৯০ জনে ঠেকেছে।

করোনা সংক্রমণের তালিকায় তিনে থাকা রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ৭ হাজার ৮৪১ জনের মৃত্যু হয়েছে করোনায়।

চারে থাকা ভারতে সংক্রমণ এখন চার লাখ ছুঁই ছুঁই। প্রাণহানি ঘটেছে ১২ হাজার ৯৭০ জনের।

যুক্তরাজ্যে সংক্রমণ ৩ লাখ ২ হাজারের কাছাকাছি। মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৪৬১ জনে দাঁড়িয়েছে।

টানা দশদিন মৃত্যু শূন্যের পর স্পেনে গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যৃ হয়েছে। শুক্রবার ১ হাজার ১৭৯ জনের প্রাণ কেড়েছে করোনা। এতে করে মৃতের সংখ্যা ২৪ হাজার ৩১৫ জনে দাঁড়িয়েছে। আর করোনার ভুক্তভোগী ২ লাখ প্রায় ৯২ হাজার ৬৫৫ জন মানুষ।

আড়াই লাখ ছুঁই ছুঁই লাতিন আমেরিকার দেশ পেরুতে। মৃত্যু হয়েছে সেখানে ৭ হাজার ৬৬০ জনের।

ইরানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। প্রাণ গেছে ৯ হাজার ৩৯২ জনের।

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ মেক্সিকো। যেখানে সংক্রমণ ১ লাখ ৭০ হাজার পেরিয়েছে। প্রাণহানি এখন পর্যন্ত ২০ হাজার ছাড়িয়েছে।

পাকিস্তানে আক্রান্ত ১ লাখ ৬৫ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৩ হাজার ২২৯ জনের।

বাংলাদেশে গতকাল শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৩৮৮ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪২ হাজার ৯৪৫ জন।

এই বিভাগের আরও খবর