chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতীয় ১০ সেনাকে ছেড়ে দিল চীন

 

 

 

 

 

 

 

 

 

ডেস্ক নিউজ: সোমবার লাদাখের সীমান্তে ভারত ও চীনের রক্তাক্ত সংঘাতের পর ভারতীয় সেনাবাহিনীর একাধিক সদস্যের খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুই দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের পর ১০ ভারতীয় সেনা সদস্যকে ছেড়ে দিয়েছে চীন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্র দ্য হিন্দু জানিয়েছে, ছাড়া পাওয়াদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও তিনজন মেজর রয়েছেন।

ভারতীয় সরকার এ খবর নিশ্চিত করেনি, এমনকি কেউ নিখোঁজ রয়েছে কিনা তাও জানায়নি। বৃহস্পতিবার ১০ ভারতীয় সেনা সদস্যকে ছেড়ে দেওয়ার খবর প্রকাশ করেছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া ও অন্য সংবাদমাধ্যমগুলো। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতি দিয়েছে, লাদাখের গালওয়ান উপত্যকা এলাকায় সংঘাতের পর ‘আর কোনও সেনা সদস্য নিখোঁজ নেই।’

দ্য হিন্দু জানিয়েছে, ইন্ডিয়ান আর্মি ও পিপলস লিবারেশন আর্মির মেজর জেনারেল পর্যায়ের বৈঠকের পর সেনা সদস্যদের ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

দুই পরাশক্তির এই সংঘাতে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া ৭৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। এখনও গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ১৮ জন ।

চীনও তাদের ক্ষয়ক্ষতি স্বীকার করেছে, তবে কতজন হতাহত হয়েছে তা জানায়নি। দুই দেশের মধ্যে এই উত্তেজনা কমাতে উচ্চ পর্যায়ের বৈঠক চললেও বিস্তারিত জানা যায়নি।

এই বিভাগের আরও খবর