chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে একদিনে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : একইদিনে করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে তিনজন মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮জুন) চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।
তিনজনই পুরুষ এবং সবাই পঞ্চাশোর্ধ বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে ১৩ জুন জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাহাড়তলীর দক্ষিণ কাট্টলি এলাকার মো. হোসাইন চৌধুরী নামের ৭০ বছর বয়সী একব্যক্তি। তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টায় মারা যান।

একইদিন দুপুর আড়াইটার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আনোয়ারা উপজেলার আবদুল হাকিম নামের ৬০ বছর বয়সী একব্যক্তি। এর আগে গত ১৭ জুন ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন আবদুল হাকিম।

এছাড়া কোতোয়ালী থানার দেওয়ানবাজার এলাকার সুব্রত ধর নামের ৫১ বছর বয়সী একব্যক্তি বৃহস্পতিবার সকালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি গত ১৫ জুন হাসপাতালে ভর্তি হলে তাকে আইসিইউতে রাখা হয়।

ডা. আব্দুর রব বলেন, জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনব্যক্তির মৃত্যু হয়েছে। তিনজনই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর