chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ৪ পাকিস্তানি নিহত

ভারত-চীন উত্তেজনার মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর গোলার আঘাতে পাকিস্তানের চার বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় এ ঘটনা ঘটে।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিকে উদ্ধৃত করে বৃহস্পতিবার (১৮ জুন) আল জাজিরা এ খবর প্রকাশ করে।

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার বিবৃতিতে জানান, নিয়ন্ত্রণ রেখার নিখিয়াল ও বাগসার এলাকার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এসব গোলা ছোড়া হয়। এর ফলে ভারতীয় সেনাবাহিনী অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর দাবি, সীমান্তের যে এলাকায় হামলা চালানো হয়েছে তা আবাসিক এলাকা। সেখানে বেসামরিক লোকজনের বসবাস। নিহতদের মধ্যে এক নারী রয়েছেন। এছাড়া আরও কয়েক জন আহত হয়েছেন।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর গোলাগুলির জবাব দিতে পাকিস্তানের সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।