chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি শুরু ২০ জুন: সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক প্রতিষ্ঠিত সিটি হল করোনা আইসোলেশন সেন্টারে আগামী ২০ জুন শনিবার থেকে রোগী ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

ইতোমধ্যে হাসপাতালের অবকাঠামোগত সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হাসপাতালে দায়িত্ব পালনকারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা কর্মস্থলে যোগ দিয়েছেন। 

বৃহস্পতিবার(১৮ জুন) কাজে যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আইসোলেশন সেন্টারে মত বিনিময়কালে মেয়র এসব কথা বলেন।

দায়িত্ব পালনকারীদের উদ্দেশ্যে মেয়র বলেন, আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালনকারী স্থায়ী অস্থায়ী সকলকে সমবেতন, সরকারি প্রণোদনা প্রদান সহ যাবতীয় সুরক্ষা ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। তাছাড়া চাকুরী স্থায়ীকরণ করার সময় আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালনকারী অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এ সময় শিক্ষা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া, আইসোলেশন সেন্টার পরিচালক ডা. সুশান্ত বড়ুয়া, ডা. মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর