chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

একদিনের ব্যবধানে রাঙামাটিতে নতুন আক্রান্ত আরও ১৮

মোট আক্রান্ত ১৪৬ , মৃত্য ২, সুস্থ ৬৬

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটি পার্বত্য জেলায় করোনার কালোছায়া যেন পিছু ছাড়ছেই না। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একদিনের ব্যবধানে আরও ১৮ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

বুধবার (১৭জুন) রাত সোয়া ১১টা নাগাদ নতুন করে ১৮ জন শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিভাগের ফোকাল পার্সন ডা.মোস্তফা।

তিনি জানান, চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়(সিভাসু) থেকে ৬৬টি রিপোর্টের মধ্য ১৮জনের করোনা শনাক্ত হওয়ার ফলাফল পাই।

আক্রান্তদের মধ্য রাঙামাটি সদরের ১৫ জন, কাউখালীতে একজন পল্লী চিকিৎসক, কাপ্তাইয়ে একজন ও নানিয়ারচর উপজেলার এক বাসিন্দা রয়েছেন।

এর আগে মঙলবার(১৬ জুন) সকাল রাত মিলে মোট ২১ জন শনাক্ত হয়েছে। যার মধ্য চিকিৎসক, পুলিশ রয়েছেন।

এদিকে, ১৭ জুন বাঘাইছড়ি উপজেলায় করোনা রোগীর স্ত্রী মহামায়া চাকমা(৪০) মারা গেছেন। মারা যাওয়ার সঠিক কারন জানা যায়নি। তবে তার এবং পরিবারের অন্য সদস্যদের করোনা টেস্টের নমুনা সংগ্রহের কাজ অব্যাহত আছে।

উল্লেখ্য, রাঙামাটি মোট আক্রান্ত ১৪৬জন, মৃত্যু ২জন, আরোগ্য লাভ করেছে ৬৬জন।

এই বিভাগের আরও খবর