chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সেশনজট নিয়ে ইউজিসির উদ্বেগ, ২৫ জুন উপাচার্যদের সঙ্গে সভা

করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘদিন ধরে বন্ধ আছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এ অবস্থায় অনলাইন কার্যক্রম চালু করতে ২৫ জুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনলাইনে সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (১৭ জুন) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সংকটকালে শিক্ষার্থী-অভিভাবকদের সুবিধার্থে কীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায় সে সস্পর্কে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতামত জানতে চেয়ে ইতোমধ্যে দুই দফায় পত্র পাঠানো হয়।

এরপরও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়নি। এ কারণে নতুনভবে পাবলিক বিশ্ববিদ্যালয় সেশনজটে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ইউজিসি উদ্বেগ প্রকাশ করছে।

করোনা পরিস্থিতির মধ্যে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করতে ২৫ জুন ইউজিসির চেয়ারম্যানের সভাপতিত্বে সভা ডাকা হয়েছে। সভায় দেশের সব পাবলিক বিশ্বদ্যিালয়ের উপাচার্যদের জুম সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর