chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাবুনগরী আউট, আহমদ শফির উত্তরসূরি হলেন মাওলানা শেখ আহমদ

নিজস্ব প্রতিবেদক : অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আল্লামা শাহ আহমদ শফির উত্তরসূরি হলেন মাওলানা শেখ আহমদ। একই সঙ্গে মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক ও হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদরাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম বা হাটহাজারী মাদ্রাসার শাহ আহমদ শফি আমৃত্যু মোহতামিম থাকবেন, নায়েবে মোহতামিম নির্বাচিত হয়েছেন শেখ আহমেদ।

আজ বুধবার (১৭ জুন) শুরা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

বয়োবৃদ্ধ হযরত আল্লামা শাহ আহমদ শফির অসুস্থতার কারণে এতদিন জল্পনা কল্পনা ছিল নতুন একজনকে পরিচালক নিয়োগ দেয়া হবে।

সূরা কমিটির বৈঠক নিয়ে চলছিল নানা মতামত। অবশেষে, আজ (বুধবার) সকাল ১০ টায় সূরা কমিটির বৈঠক অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হলেই হাটহাজারী ও ফটিকছড়ির নির্দিষ্ট কয়েকটি স্থানে পুলিশ, বিজিবির তৎপরতা শুরু হয়।

মোতায়েন করা হয় অন্তত কয়েক প্লাটুন পুলিশ-বিজিবি। প্রয়োজনীয় নিরাপত্তার জন্য গেল ৪ দিন ধরে এখানকার সড়কে কড়াকড়ি আরোপ। মঙ্গলবার থেকে নাজিরহাট সড়কে যানবাহম চলাচলে বাধা নিষেধ আরোপ করা হয়।

আজ (বুধবার) সকাল ১০ টায় সূরা কমিটির বৈঠক বসে। সূরা কমিটির সদস্যদের অনেক যুক্তিতর্কে সিদ্ধান্ত নেয়া হয়।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, হাটহাজারি মাদ্রাসায় শূরা বৈঠকের সিদ্ধান্তানুযায়ী- আল্লামা শাহ আহমদ শফী আমৃত্যু মুহতামিম এবং আল্লামা শেখ আহমদ সহকারী মুহতামিম হিসাবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া, আল্লামা জুনাইদ বাবুনগরী শুধু শিক্ষক হিসেবে হাটহাজারী মাদ্রাসায় দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের আরও খবর