chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ হাজার মানুষের মৃত্যু

ভারতে গত ২৪ ঘন্টায় রেকর্ড ২ হাজার ৬ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণহানি বেড়ে ১১ হাজার ৯২১ জনে দাঁড়িয়েছে। মোট মৃত্যুর নিরিখে বেলজিয়ামকে টপকে বিশ্বের অষ্টম স্থানে এখন ভারত।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওয়ার্ল্ডোমিটারের জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৩৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ১৬১ জনে দাঁড়িয়েছে।

শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা লাখের ঘরে ঢুকে পড়েছে আগেই। সেখানে সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে, গুজরাট ও রাজধানী দিল্লি। চারে মমতার পশ্চিমবঙ্গ।

করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন উল্লেখযোগ্য হারে বাড়লেও, আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও বাড়ছে। সক্রিয় রোগীর সংখ্যার থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা এখন বেশি।

কোভিডে আক্রান্ত হওয়ার পর এখনও অবধি ১ লাখ ৮৭ হাজার ৫৫২ জন সুস্থ হয়েছেন।

বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৬৮৮ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮ হাজার ৯৪৪ জন।