chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেশি দামে ওষুধ বিক্রি করায় দুই দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নগরীর আকবরশাহ থানাধীন কর্ণেলহাট এলাকায় বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় মাতৃ ফার্মেসী ও সিটি ফার্মেসী নামে দুই ওষুধের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

মঙ্গলবার (১৬ জুন) এলাকায় মাতৃ ফার্মেসী ও সিটি ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন এসময় দুই ফার্মেসীতে বেশি দামে ঔষধ বিক্রির অভিযোগ হাতেনাতে প্রমাণ পায় মোবাইল কোর্ট।

বেশি দামে ওষুধ বিক্রি করায় দুই দোকানকে জরিমানা

এছাড়াও বিপুল পরিমানে অননুমোদিত ভারতীয় ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং যৌন উত্তেজক ঔষধ পাওয়া যায়।

দুইটি ফার্মেসীতেই ঔষধ প্রশাসন কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স এর শর্ত অমান্য করে ব্যবসা পরিচালনার অভিযোগের প্রমান পাওয়া যায়।

অভিযোগ আমলে নিয়ে মাতৃ ফার্মেসীকে ৩০ হাজার টাকা এবং সিটি ফার্মেসীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও একই এলাকায় বেশ কিছু মুদি দোকান, খুচরা দোকান ও সেলুনে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়াও ঔষধ প্রশাসন এর এনওসি বিহীন মাস্ক তৈরির কারখানায় অভিযান চালানো হয়।এসময় কারখানা বন্ধ অবস্থায় পাওয়া যায় এবং কোনো কর্মচারী বা মালিকপক্ষের কোন ব্যক্তিকে কারখানায় পাওয়া যায় নি।

এই বিভাগের আরও খবর