chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চীনের সাথে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত

চীন-ভারতের সোমবার রাতের সংঘর্ষে কমপক্ষে ২০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

মঙ্গলবার (১৬ জুন) ভারতের সরকারি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এএনআই।

এ ছাড়া চীনা বাহিনীরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এএনআই-এর দাবি, চীনা বাহিনীর অন্তত ৪৩ জন নিহত নয়তো গুরুতর আহত হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় পয়েন্ট ১৪ ভারত-চীন সেনা সংঘর্ষের খবর প্রকাশ্যে আসে। প্রাথমিকভাবে সেনা সূত্রে জানা গিয়েছিল, সোমবার রাতের সংঘর্ষে ভারতীয় সেনার ১ কর্ণেল সহ তিন জন নিহত হয়েছেন।

সেনা এবং সরকারি সূত্রকে উদ্ধৃত করে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, চীনের অন্তত পাঁচ জন সেনা নিহত হয়েছেন সোমবার রাতের সংঘর্ষে। কিন্তু সন্ধ্যার পর থেকেই পরিস্থিতি বদলাতে থাকে।

ভারতীয় সেনা সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানায়, সোমবার রাতের সংঘর্ষে আরও ১৭ জন গুরুতরভাবে জখম হয়েছিলেন। হিমাঙ্কের নিচে তাপমাত্রায়, সমুদ্রপৃষ্ঠ থেকে অত উঁচুতে, খোলা আকাশের নীচে আহত অবস্থায় দীর্ঘক্ষণ থাকার ফলে তাঁদের মৃত্যু হয়।

ওই সেনা সূত্রকে অভিহিত করে সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, ওই সংঘর্ষস্থল থেকে মঙ্গলবার সন্ধ্যার পর পিছু হটেছে দু’পক্ষই।