chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে করোনায় একদিনে সর্বাধিক ৫৩ জনের মৃত্যু

ডেস্ক নিউজ : সারাদেশে  গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৩ জন। পাশাপাশি ১৭ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬২ জন।

মঙ্গলবার ( ১৬ জুন) দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

এছাড়াও সারাদেশে সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন এবং মোট সুস্থ ৩৬ হাজার ২৬৪ জন।

মৃতদের বয়স বিবেচনায় দেখা গেছে, মৃতদের ৩৮ জনই ৫০ উর্ধ্বে।১-২০ বছর বয়সী ১ জন, ২১-৩০ বছর বয়সী ৩ জন, ৩১-৪০ বছর বয়সী ২ জন, ৪১-৫০ বছর বয়সী ৯ জন, ৫১-৬০ বছর বয়সী ১৯ জন, ৬১-৭০ বছর বয়সী ১০ জন, ৭১-৮০ বছর বয়সী ৮ জন এবং ৮০-৯০ বছর বয়সী। এদের মধ্যে  ৪৭ জন পুরুষ এবং ৬ জন নারী।

এছাড়াও চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪০৬ জন। ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১২৪ জন এবং সুস্থ হয়েছেন ৪৫৭ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর