chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওসি মহসীনের ‘আমার ফার্মেসী’, ঘরে বসে ওষুধ পাবে রোগী

নিজস্ব প্রতিবেদক : চলমান করোনা সংকটে চট্টগ্রামসহ সারাদেশে ওষুধের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে বাজার থেকে গায়েব হয়ে যায় কয়েকটি ওষুধ। এ অবস্থায় চট্টগ্রামের মানুষকে স্বস্তি দিতে নগরবাসীর ঘরে ঘরে ওষুধ পৌছে দিতে নগরীর কোতোয়ালি থানার ওসি মহসীনের উদ্যোগে যাত্রা করেছে ভ্রাম্যমান ওষুধের দোকান ‘আমার ফার্মেসি’। তবে শুধুমাত্র চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সরবরাহ করা হবে। ওষুধ পৌঁছে দিতে সহযোগিতা করবে বাইক স্টান্ট গ্রুপ ‘বিএম রাইডার্স’। সংগঠনটির সদস্যরা পালাক্রমে এই কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, করোনার সময়ে যেসব ওষুধের চাহিদা বেশি, সেগুলোর দাম দুই-তিনগুণ বেড়ে গেছে। অনেক ওষুধ বাজারে পাওয়াও যাচ্ছে না। একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। আমরা কয়েকবার অভিযান চালিয়েছি। কিন্তু ওষুধের দাম নাগালে আনতে পারছি না। নানা কারণে সিন্ডিকেটের দৌরাত্ম থামানো যাচ্ছে না। এই অবস্থায় আমি নিজেই বাজার মূল্যের চেয়ে ১৫ শতাংশ কম দামে ওষুধ সরবরাহের সেবা চালু করেছি। বাজারে ওষুধের বাড়তি যে দাম, সেটা আমরা ভর্তুকি দিয়ে কিনে নেব এবং নগরবাসীর কাছে পৌঁছে দেব।

তিনি জানান, এর জন্য হটলাইন চালু করা হয়েছে, যার নম্বর ০১৮৭০৭০০৭০০। এই নম্বরে ফোন করলে ওষুধ পৌঁছে যাবে বাসায়। তবে ব্যবস্থাপত্র ছাড়া এবং অতিরিক্ত ওষুধ দেওয়া হবে না।

এরআগে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ‘লকডাউন’ পরিস্থিতিতে ঘরবন্দি মানুষের বাসায়-বাসায় খাবার পৌছে দেওয়া, অসুস্থদের হাসপাতালে নেওয়া, টেলিমেডিসিন সেবা চালুসহ বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়েছিল নগরের কোতোয়ালি থানা পুলিশ।

এই বিভাগের আরও খবর