chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউএসটিসির সাবেক ভিসি ডা. রেজাউল করিম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বেসরকারি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. রেজাউল করিম (৮০) মারা গেলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টায় চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান ডা. রেজাউল করিম চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজসহ একাধিক মেডিকেল কলেজেও শিক্ষকতা করেছেন। সরকারি চাকরি থেকে অবসরে গিয়ে ইউএসটিসির হাল ধরেছিলেন।

চিকিৎসা পেশায় বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, যুক্তরাজ্যের দুটো প্রতিষ্ঠান থেকে দুবার তিনি এফআরসিএস ডিগ্রি অর্জন করেন। এরপর এফআইসিএসও অর্জন করেন। ১৯৬৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ১৭ বছর যুক্তরাজ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন ডা. রেজাউল করিম।

এই বিভাগের আরও খবর