chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান মামুন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার দুপুরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর উদ্দিন রাশেদ জানিয়েছেন, রোববার (১৪ জুন) ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষা তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

এতদিন তিনি শ্বাসকষ্টের রোগীদের জন্য ফ্রি অক্সিজেন দিয়ে আসছিলেন। এখন নিজেই করোনায় আক্রান্ত হলেন।

সীতাকুণ্ড আসনের প্রয়াত সংসদ সদস্য ও প্যানেল স্পীকার এবিএম আবুল কাশেম মাস্টারের জ্যেষ্ঠ সন্তান এস এম আল মামুন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ৮ জুন থেকে উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের করোনা উপসর্গ দেখা দেয়। করোনা পজিটিভ আসার পর নিজের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

 

অক্সিজেনের জন্য হাহাকার চলার মধ্যে গত ৮ জুন চট্টগ্রামের করোনা-আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন-সেবা দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন এস এম আল মামুন।

এই বিভাগের আরও খবর