chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বার্সার পর জয় পেল রিয়ালও

প্রত্যাবর্তনের ম্যাচে বার্সেলোনার মতো জয় দিয়ে শুরু করেছে রিয়াল মাদ্রিদও। করোনা ভাইরাসের প্রভাবে চলতি মৌসুমের লা লিগা দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথম মাঠে নামে রিয়াল। ফেরার ম্যাচে এইবারকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

কোচ হিসেবে জিনেদিন জিদানের ২০০তম ম্যাচকে স্বরণীয় করে রেখেছেন তাঁর শিষ্যরা।
শুরু থেকেই গোল ক্ষুধায় পেয়ে বসে রিয়ালকে। ম্যাচের চতুর্থ মিনিটেই দুর্দান্ত এক গোলে ব্লাঙ্কোসদের এগিয়ে দেন জার্মান মিডফিল্ডার ক্রুস।

বিরতিতে যাওয়ার আগে জিদানের দল সেই ব্যবধান করে ৩-০। ৩০তম মিনিটে রামোস ও ৩৭তম মিনিটে মার্সেলো স্কোরবোর্ডে নাম লেখান।

কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা যায় বিবর্ণ রিয়ালকে। আক্রমণাত্মক হয়ে ওঠে গোলশোধে মরিয়া এইবার। ৬০তম মিনিটে পেদ্রো বিগাসের গোলে আশাটা আরও জাগিয়ে তুলে তারা। তবে শেষ পযন্ত রামোস-ভারানেদের আর ফাঁকি দিতে পারেনি এইবার তারকারা। তিন পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে রিয়াল।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পুনঃসংস্কার কাজ চলায় ম্যাচটি সরিয়ে নেওয়া হয় রিয়ালের ট্রেনিং গ্রাউন্ড এস্তাদিও আলফ্রেডো ডি স্তেফানোতে।

এই জয়ে ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে রিয়াল। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।