chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ৩ ফার্মেসিকে ৮৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ নানা অপরাধে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় শেরশাহ এলাকায় তিনটি ফার্মেসিকে ৮৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

আজ শুক্রবার (১২ জুন) এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

তিনি বলেন, শেরশাহ এলাকায় সিএমএইচ মেডিকেল, সিএ মেডিকেল ও মা মেডিকেল নামের তিনটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমানে ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়।

বিভিন্ন অননুমোদিত ঔষধ, লাইসেন্স না থাকা ও লাইসেন্স এর মেয়াদ না থাকা, নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে ঔষধ সংরক্ষণের জন্য নির্দেশনা থাকলেও খোলা তাকে সংরক্ষণ করা৷ অননুমোদিত যৌন উত্তেজক ঔষধ রাখা ও মেয়াদহীন ঔষধ বিক্রি করার অপরাধে তিনটি ফার্মেসিকে ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

এই বিভাগের আরও খবর