chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা: দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, একদিনে রেকর্ড ৪৬ জনের মৃত্যু

দেশে ভয়ংকর রূপ নিচ্ছে নভেল করোনাভাইরাস। ধীরে ধীরে বাড়ছে মৃতের সংখ্যা। গত একদিনে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৬ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭১ জন। যা অতীতের সব রেকর্ড আক্রান্ত ও মৃতের সংখ্যায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১০৯৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জন।

শুক্রবার ( ১২ জুন ) দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৫০২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৪৯ জন। মৃত ৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন এবং চট্টগ্রামে ১১ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছে ৪২ জন এবং বাড়িতে মারা গেছে ১৪ জন

এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭৩৮ টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ২০৭ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ৫৯৩ জনে। ইতোমধ্যে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর