chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জেলা প্রশাসনের অভিযানে নকল সুরক্ষা সামগ্রী জব্দ, ২ লাখ টাকা জরিমানা

নগরীর কাজির দেউড়ি জেলা ভ্রাম্যমান আদলত পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার।

এ সময় কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের ৩য় তলায় এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড ডট কম নাম প্রতিষ্ঠানে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ আইনে মোবাইল কোর্ট নকল হ্যান্ড স্যানিটাইজার, নকল হ্যান্ড রাব,নকল হ্যাক্সিসল জব্দ করা হয়। যেগুলোর ডিএআর নাম্বার ঔষধ প্রশাসন অধিদপ্তরের নেই।

জেলা প্রশাসনের অভিযানে নকল সুরক্ষা সামগ্রী জব্দ, ২ লাখ টাকা জরিমানা
জেলা প্রশাসনের অভিযানে নকল সুরক্ষা সামগ্রী জব্দ।

উক্ত নকল প্রোডাক্টগুলো প্রতিষ্ঠানটি এমএলএম এর মাধ্যমে বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করে আসছে। প্রতিষ্ঠানটিকে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ বি ধারা লঙ্ঘন এবং স্পোকেন কোর্স ও ডিজিটাল মার্কেটিং কোর্স চালু রাখার দায়ে ২ লাখ ৫ হাজার টাকা করা হয়।

এই বিভাগের আরও খবর