chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সরকারের অনুমতি পেলে শ্রীলঙ্কা সফর করবে ভারত

দুই দেশের সরকারের সবুজ সংকেত পেলেই শ্রীলঙ্কা সফর করবে ভারত। জুন মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। তবে করোনা পরিস্থিতির কারণে তা মাঠে গড়ানো সম্ভব হয়নি। আগস্টে এই সফর করার ইচ্ছা আছে ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআইয়ের।

ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন জানাচ্ছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে সিরিজটি আয়োজন করার অনুমতি চাইবে। সরকার রাজি হলেই শ্রীলঙ্কান বোর্ড সূচি তৈরি করে ফেলবে। যেহেতু দেশটিতে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক তাই সামাজিক দূরত্ব মেনে অল্প কিছু দর্শকও স্টেডিয়ামে রাখতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট।

আরও পড়ুন: দ্রুত অনুশীলনে ফিরতে চায় ভারত

এদিকে দেশটির ক্রিকেটের অভিভাবক সংস্থা চলতি বছর এশিয়া কাপ আয়োজন নিয়েও আশাবাদী। মহাদেশীয় লড়াইয়ের ১৫তম আসর বসার কথা ছিল পাকিস্তানে। যদিও ভারত আগেই জানিয়ে দেয় পাকিস্তানে গিয়ে খেলবে না তারা।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শামি সিলভা জানান, পাকিস্তান জানিয়েছে এশিয়া কাপের এবারের আসর শ্রীলঙ্কায় বসলে তাদের পক্ষ থেকে কোনও আপত্তি নেই।

এই বিভাগের আরও খবর