chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরও ১০৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৬৫ জনের নমুনা পরীক্ষা করে আরও ১০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬০ জন নগরের ও ৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বুধবার (৯ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি তথ্য জানিয়ে বলেন, বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে বুধবারর ৭২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে নগরের ৩৮ জনের করোনা পাওয়া গেছে।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বুধবার ১৫০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম নগরের ৭ জনের ও বিভিন্ন উপজেলার ৪৮ জনের করোনা মিলেছে। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪৮ জনের মধ্যে পটিয়ার ২২ জন, বোয়ালখালীর ৩ জন, রাঙ্গুনিয়ার ৩ জন, রাউজানের ৫ জন ও সীতাকুণ্ডের ১৫ জনের করোনা মিলেছে।

চট্টগ্রামে এ পর্যন্ত ৪ হাজার ৩৮৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১০২ জন। সুস্থ হয়েছেন ২৯৪ জন।

এই বিভাগের আরও খবর