chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনাভাইরাস : দেশে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো, আক্রান্ত আরও ৩১৯০ জন

নিজস্ব প্রতিবেদক : ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। মোট শনাক্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১০১২ জন। 

বুধবার ( ১০ জুন ) দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫০৭টি। গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৩ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন।

এছাড়াও মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট, রাজশাহী ও ময়মনসিংস বিভাগে ১ জন করে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর