chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় মৃত্যু বেড়ে ১০০, নতুন আক্রান্ত ১১১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের চারটি ল্যাবে ৪৮৫ জনের নমুনা পরীক্ষা করে আরও ১১১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন আক্রান্তদের মধ্যে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম আছিয়া খাতুনও আছেন।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে মঙ্গলবার ৮৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩১ জনের করোনা পাওয়া গেছে।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে মঙ্গলবার ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার চট্টগ্রামের ৭০ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত ৪ হাজার ২৮০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১০০ জন। সুস্থ হয়েছেন ২৮৫ জন।

এই বিভাগের আরও খবর