chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অবস্থার উন্নতি হলেও আত্মতৃপ্তিতে ভোগা যাবে না: ডব্লিউওইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউওইচও) প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেছেন, যেসব দেশে করোনা মহামারির অবস্থা কিছুটা উন্নতির দিকে তাদের আত্মতৃপ্তিতে ভোগা যাবে না। এসব দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে আত্মতৃপ্তিতে ভোগা।

সোমবার (৮ জুন) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এসব কথা বলেন।

টেড্রস অ্যাডহানম বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। তবে ইউরোপে এই মহামারির অবস্থা কিছুটা উন্নতির দিকে।

তিনি বলেন, গত ৯ দিনে বিশ্বজুড়ে ১ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে গতকাল যেসব রোগী শনাক্ত হয়েছেন তার ৭৫ শতাংশই পাওয়া গেছে মাত্র ১০টি দেশ থেকে। এই দশ দেশের বেশিরভাগই আমেরিকা ও দক্ষিণ এশিয়ার।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় শনাক্ত রোগী ৭০ লাখ ৬৫ হাজার ৫৯৭ জন। আর সোমবার রাত সাড়ে ১২টা পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লাখ ৪ হাজার ২১ জন।

এই বিভাগের আরও খবর