chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘শ্রমিকরা সুদিনে মুনাফা এনে দিয়েছে, দুর্দিনে তাদের ছাঁটাই করবেন না’

শ্রমিকরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছে। সেজন্য এই দুর্দিনে তাদের ছাঁটাই না করার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৮ জুন) নিজ বাসভবনে ব্রিফিংকালে সেতুমন্ত্রী এ অনুরোধ জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মরার ওপর খাড়ার ঘা’র মতো অবস্থা হবে। সেজন্য বিষয়টি বিজিএমইএসহ সংশ্লিষ্টদের মানবিক দিক বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহ্বান জানাই।

শুধু ব্যবসা নয়, অসহায় মানুষগুলোর প্রতি সহমর্মী হয়ে ছাঁটাই না করার জন্যও মালিকদের প্রতি অনুরোধ জানান সেতুমন্ত্রী।

এক শোকবার্তায় ওবায়দুল কাদের বলেন, বাঙালির ইতিহাসের শোকাবহ ১৫ আগস্টের কালরাতের একজন প্রত্যক্ষদর্শী ছিলেন শাহানারা আবদুল্লাহ। তার মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানারা ছিলেন একজন দক্ষ রাজনীতিবীদ এবং সমাজসেবক। ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।’

শোকবার্তায় কাদের মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শাহানারা আব্দুল্লাহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে মিন্টো রোডের বাড়িতে হত্যাকাণ্ডের অন্যতম স্বাক্ষী। ওই রাতে ঘাতকদের বুলেটে শহীদ হন তার শিশু সন্তান সুকান্ত বাবু। তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন।

এই বিভাগের আরও খবর