chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৪ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে একদিনে ৬১৬ জনের নমুনা পরীক্ষা করে আরও ১০৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৬৬ জন নগরের ও ৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্য ৪ হাজার ছাড়াল।

রোববার (৭ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি জানান, রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৪ জন নগরের ও ২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে রোববার ১৫১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে নগরের ৪১ জনের করোনা পাওয়া গেছে।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে রোববার ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ২০ জনের করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে রোববার চট্টগ্রামের ৩০ জনের নমুনা পরীক্ষা করে সাতকানিয়ার তিনজনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫১ জনের মধ্যে সাতকানিয়ার ১১ জন, আনোয়ারার ২ জন, চন্দনাইশের ৩ জন, পটিয়ার ১৭ জন, রাঙ্গুনিয়ার ৩ জন, রাউজানের ৯ জন ও সীতাকুণ্ডের ৩ জনের করোনা মিলেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত ৪ হাজার ৬৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৯৮ জন।

এই বিভাগের আরও খবর