chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা আক্রান্তের তালিকায় যোগ হল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির ১০ উপজেলার মধ্য ইতোমধ্যে আটটি উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়েছে। এবার নতুন করে ১জন আক্রান্ত হয়ে যোগ হল বাঘাইছড়ি উপজেলা। এ নিয়ে রাঙামাটিতে আক্রান্তে সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়ালো।

সোমবার (৮জুন) দিবাগত রাত ১২টা নাগাদ নতুন করে ১জন শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটির
সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিভাগের ফোকাল পার্সন ডা.মোস্তফা কামাল।
তিনি জানান, খাগড়াছড়ি থেকে প্রাপ্ত রিপোর্টে বাঘাইছড়িতে ৭৫ বছরের বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, রাঙামাটির ৯ উপজেলার মধ্য-লংগদু= ৫ জন,জুরাছড়ি= ৬ জন,বিলাইছড়ি= ২জন, রাজস্থলী = ১জন, কাপ্তাই = ১১জন, কাউখালী = ১জন,নানিয়াচর = ১জন, বাঘাইছড়ি = ১জন।
এছাড়া রাঙামাটির সদরে ৩৭ জন আক্রান্ত হয়েছে। বাকি আছে আরও শুধু বরকল উপজেলা।

উল্লেখ্য, রাঙামাটিতে সর্বমোট আক্রান্ত হয়েছে ৭১ জন। সুস্থ হয়েছেন ৪১ জন। আইসোলেশনে আছেন ৮ জন।

এই বিভাগের আরও খবর