chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ড থানার মৃত সেই এসআই করোনায় আক্রান্ত ছিলেন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা সীতাকুণ্ড থানার এসআই একরামুল ইসলামের (৪৫) করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রোববার দুপুরে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ জানান, শনিবার বেলা ১২টার দিকে মারা যাওয়ার পর একরামুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। তার পরীক্ষার ফল বিআইটিআইডি থেকে জানা গেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

পুলিশ জানায়, জ্বর, সর্দি, কাশি নিয়ে গত ১ জুন সীতাকুণ্ড থানাধীন নিজ ভাড়া বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন এসআই একরামুল। গত ৬ নমুনা পরীক্ষার জন্য একাধিকবার ফোন করেও সাড়া না পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ তার বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় পায়। তাৎক্ষণিকভাবে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রামে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই একরামুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানাধীন কাঠালিয়া গ্রামে।

এ নিয়ে চট্টগ্রামে পাঁচজন পুলিশ সদস্য ও সারা দেশে পুলিশের মোট ১৮ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

এই বিভাগের আরও খবর