chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএসআরএম কারখানার ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ( বিএসআরএম ) কারখানায় গলিত তপ্ত লোহায় দগ্ধ হয়ে মোট ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ আরও দুই শ্রমিক ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার ( ০৬ জুন ) বিকেল ৫টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় বিএসআরএম-এর ইস্পাত কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (৭ জুন) ভোর রাতে ঢাকা নেওয়ার পথে কুমিল্লা পদুয়া বাজার বিশ্বরোড পার হওয়ার পর দগ্ধ দুই শ্রমিক গিয়াস উদ্দিন (২৪) এবং আবুল কাশেম (৬২)মারা যান। এর আগে শনিবার এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক শ্রমিক মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

দগ্ধ বাকি দু’জন হলেন, নুর হোসেন (৩০), মহিউদ্দিন (২০)। তাদেরকে ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জোরারগঞ্জ থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, বিএসআরএম’র রডের কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে চুল্লি থেকে তরল তপ্ত লোহা উপচে পড়ে নিচে কর্মরত শ্রমিকদের ওপর। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর কারখানা পরিদর্শনে গিয়ে কারখানায় কার্যক্রম বন্ধ রাখা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, পাঁচজনকে হাসপাতালে আনার পর বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে কাশেম নামে একজনের মৃত্যু হয়েছে। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

বিএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তপন দাশ গুপ্তা বলেন, চমেক হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে দগ্ধ চারজনকেই অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয় রাত ৮টার দিকে। তবে দু’জন পথেই মারা যান। অন্য দু’জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দেওয়া হয়েছে আইসিইউ সাপোর্ট। তাদের চিকিৎসার যাবতীয় ব্যয় কোম্পানি বহন করবে। এছাড়া নিহত শ্রমিকদের পরিবারকে নিয়ম মেনে সহায়তা করা হবে।

এই বিভাগের আরও খবর