chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জেদ্দায় ফের কারফিউ, বন্ধ নামাজ

 

করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আবারও জেদ্দা শহরে দুই সপ্তাহের জন্য কারফিউ জারি করেছে সৌদি আরব।

শনিবার থেকেই নতুন করে এই কারফিউ কার্যকর হয়েছে। খবরে জানানো হয়েছে, কারফিউ প্রতিদিন বিকাল ৩টায় শুরু হয়ে ভোর ৬টায় শেষ হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, একসঙ্গে পাঁচজনের বেশি লোক জমায়েত হওয়া যাবে না, কারফিউ এর সময়ের বাইরে অন্য সময়ে শহর থেকে বের হওয়া ও প্রবেশ করা যাবে। ইতিপূর্বে বিশেষ পারমিশন দেওয়া প্রতিষ্ঠান বা পেশার লোকজন মুভমেন্ট করতে পারবে।

এ ছাড়া সৌদির অন্যান্য শহরের মহামারির পরিস্থিতি বিবেচনা করে নতুন নির্দেশনা দেওয়া হবে। এর আগে গত ৩১ মে থেকে ৫ জুন পর্যন্ত কারফিউ কিছুটা শিথিল করা হয়েছিল।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্যমতে, শনিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৭৪৮ জন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭০ হাজার ৬১৬ জন। সৌদিতে এখন পর্যন্ত ৬৪২ জন মারা গেছে। এর মধ্যে দেশটিতে করোনায় মৃত প্রবাসী বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে।

এই বিভাগের আরও খবর