chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার আম উৎপাদনে শীর্ষে নওঁগা 

আম উৎপাদনে চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে এবার শীর্ষস্থানে অবস্থান করছে নওগাঁ জেলা। জেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

গত কয়েক বছরে নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর এলাকাসহ জেলার অন্য উপজেলাগুলোয় আম উৎপাদন ব্যাপক হারে বেড়েছে। এ অবস্থায় এই এলাকায় সর্বাধুনিক আম সংরক্ষণাগারের পাশাপাশি বড় ধরনের জুস-জেলির কারখানাসহ আম গবেষণাকেন্দ্র এবং বৃহৎ পাইকারি বাজার স্থাপনের দাবি জেলাবাসীর। এরই মধ্যে বিষয়টি খাদ্যমন্ত্রীকে জানানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।

এ বছর নওগাঁ জেলা থেকে তিন লাখ মেট্রিক টন আম বিদেশে রপ্তানিসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর সম্ভাবনা রয়েছে। সাপাহারে অনুষ্ঠিত আম চাষি ও আম ব্যবসায়ীদের এক সভায় নওগাঁ জেলা পুলিশ সুপার বিষয়টি জানান। অন্যদিকে এ বছরে চাঁপাইনবাবগঞ্জে দুই লাখ টন এবং রাজশাহীতে এক লাখ টন আম উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে মতে ওই জেলা মিলিয়ে তিন লাখ টন আম বিদেশে রপ্তানিসহ দেশের বিভিন্ন স্থানে যেতে পারে। আবদুল মান্নান মিয়ার মতে, সে হিসাবে আমের রাজধানী না বললেও নওগাঁকে বাণিজ্যিক আমের রাজধানী বলা যেতে পারে।