chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল অধিগ্রহণের দাবিতে কফিন মিছিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় আইসিইউসহ বেসরকারি হাসপাতালগুলো অধিগ্রহণের করে জনগণের জন্য উম্মুক্ত করার দাবিতে ‘কফিন মিছিল’ করেছে ‘এ্যাকশান এগেইনষ্ট করোনা চট্টগ্রাম’ নামের একটি সংগঠন।

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে সংগঠনটি কফিন মিছিল বের করে। এর আগে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ্যাকশান এগেইনষ্ট করোনা চট্টগ্রামের সমম্বয়ক ডা. সুশান্ত বড়ুয়া, তানভীর হোসেন, এডভোকেট আমীর আব্বাস, বীষুময় দেব বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, চট্টগ্রাম করোনার হটস্পট হয়ে উঠেছে। দ্রুত গতিতে বাড়ছে করোনা রোগী। পোর্ট অব করোনাতে পরিণত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহরটি। সাড়ে ৩ হাজারের বেশী মানুষ করোনা আক্রান্ত। শতাধিক লোক ইতোমধ্যে মারা গেছেন। এমন অবস্থায় বেসরকারি হাসপাতালগুলো সেবা দিচ্ছে না। প্রাইভেট প্র্যাকটিস বন্ধ দীর্ঘ দুই মাস ধরে।

এ প্রেক্ষিতে আইসিইউসহ বেসরকারি হাসপাতালগুলো অবিলম্বে রাষ্টীয়ভাবে অধিগ্রহণ করে জনগণের জন্য উম্মুক্ত করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে শুরু হওয়া কফিন মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এসএএস/

এই বিভাগের আরও খবর