chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে একদিনে আক্রান্ত ৯ হাজার ছাড়াল

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৫১ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২৭৩ জন। দেশটিতে এখন সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৬ হাজার ৭৭০ জনে।

তাদের মধ্যে এক লাখ ৯ হাজার ৬৬২ জন সুস্থ্য হয়েছেন। আর মৃত্যু হয়েছে ছয় হাজার ৩৪৮ জনের।-খবর এনডিটিভির

করোনা আক্রান্তের হিসাবে ভারত এখন বিশ্বের সপ্তম অবস্থানে রয়েছে। এখন ভারতের চেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, স্পেন ও ইতালি।

প্রাণহানির দিক থেকে ভারত বিশ্বের দ্বাদশতম অবস্থানে। আর সুস্থ হওয়ার হিসাবে অষ্টম।

এদিকে ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি কোয়ারেন্টিনে আছেন তার অবস্থা স্থিতিশীল।

সচিবের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর থেকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাড়ি থেকেই মন্ত্রণালয়ের কাজ সামলাচ্ছেন।

রাজনাথের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তে কোনো পরীক্ষা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভারতে লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে দিল্লি ও মুম্বাইয়ের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

অজয়ের আগে ভারতের অর্থ মন্ত্রণালয়ের চার কর্মীর দেহেও প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি মিলে ছিল।

ওই কর্মীদের সংস্পর্শে আসা অর্থ, প্রতিরক্ষা ও আইন মন্ত্রণালয়ের কর্মী গুলোকে পরে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর
Loading...