chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আসামে ভূমিধস, নিহত ২০

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের দক্ষিণাঞ্চলে ভূসিধসে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে আসামের বেশ কয়েকটি স্থানে ভূমিধসের এ ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আসামের দক্ষিণাঞ্চলের তিনটি জেলায় পৃথক ভূমিধসে তিন পরিবারের অন্তত ২০ সদস্য মারা গেছেন।

দক্ষিণ আসামের বারাক উপত্যকায় গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে। এর মাঝেই মঙ্গলবার সেখানে একাধিক ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটেছে।

এনডিটিভি বলছে, ভূমিধসে দক্ষিণ আসামের কাচার জেলায় সাতজন, হাইলাকান্দি জেলায় সাতজন এবং করিমগঞ্জ জেলায় ৬ জন মারা গেছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

Loading...