chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সরকার জনসাধারণের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ : রিজভী

সরকার কেবল বিরোধীদলের ওপর নির্যাতনের সক্ষমতা অর্জন করেছে। দুর্যোগ, মহামারি, দুর্ভিক্ষ এবং জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২ জুন) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ভিডিও প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জাতির জীবন ও মৃত্যু নিয়ে সরকার ট্রায়াল কেস করছে। করোনা ভাইরাসের আঘাতে কত আক্রান্ত ও মৃত্যু হবে সেটি সরেজমিনে স্বচক্ষে দেখার জন্য গণপরিবহনসহ অফিস-আদালত খুলে দেওয়া হয়েছে। একটি সরকার ম্যান্ডেটবিহীন হলেই কেবল এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে।

রিজভী আরো বলেন, বাসে ৬০ শতাংশ ভাড়া নেয়ার কথা থাকলেও কোথাও কোথাও ৮০ শতাংশ অথবা এর চেয়েও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। লঞ্চে সামাজিক দূরত্ব বজায় রাখা দূরে থাক, সেখানে মানুষের উপচে পড়া ভিড়। আসলে সরকার সিন্ডিকেটের কাছেই আত্মসমর্পণ করেছে। এগুলো সরকারের সীমাহীন ব্যর্থতারই নিদর্শন।

এই বিভাগের আরও খবর