chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে ২৮ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে দুই ব্যক্তিকে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। জামালখান এসএস খালেদ রোডে রীমা কমিউনিটি সেন্টারের বিপরীতে গ্রিন্ডলেজ ব্যাংক পাহাড় কাটার দায়ে এ জরিমানা করা হয়।

সোমবার (০১ জুন) শুনানি শেষে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ জরিমানার আদেশ দেন। আগামী ৭ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জরিমানার আদেশপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন- সনজিত দত্ত ও ডা. দারদাউস শাহ। তাদের তত্ত্বাবধানে ওই পাহাড় কাটা হচ্ছিলো বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, গ্রিন্ডলেজ ব্যাংক পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আগামী ৭ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।

তিনি বলেন, ১৮ মে পরিদর্শনে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদফতরের টিম। পাহাড়ের মোট ২৮ হাজার ঘনফুট কাটা হয়েছে। বহুতল ভবন নির্মাণের জন্য এ পাহাড় কাটা হচ্ছিলো।

‘আমরা তাদের নির্দেশ দিয়েছি ওখানে যাতে আর পাহাড় কাটা না হয় এবং অনুমতি ছাড়া কোনো ধরনের উন্নয়ন কাজও যেন করা না হয়।’