chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে মাস্ক না পরায় চালক-হেল্পারকে মারধর

অতিরিক্ত যাত্রী বহন এবং মুখে মাস্ক না পরায় মারধরের শিকার হয়েছেন বাস চালক ও হেল্পার। রোববার (৩১ মে) আগ্রাবাদে সিটি সার্ভিসের একটি বাসে এ ঘটনা ঘটে। মারধর করার পর কানে ধরে উঠবসও করানো হয় তাদেরকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেইজে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আগ্রাবাদে বাসের হেল্পার অতিরিক্ত যাত্রী তোলার সময় বাসে থাকা অপর যাত্রীরা বাধা দেন। এ নিয়ে হেল্পারের সঙ্গে যাত্রীদের কথাকাটাকাটি হয়।

এছাড়া হেলপার ও চালক মুখে মাস্ক না পরায় যাত্রীরা আরও ক্ষিপ্ত হয়ে চালক ও হেলপারকে মারধর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন বাস-মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, আমরা সোমবার থেকে বাস চালাবো। আজকে আমাদের বাস চালানোর কোনো সিদ্ধান্ত ছিলো না। তবে কেউ কেউ চুরি করে সিটি বাস চালিয়েছে।

‘স্বাস্থ্যবিধি না মানায় দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। আগ্রাবাদে বাসের এক চালক ও হেল্পারকে মারধর করার ঘটনা শুনেছি। তবে আমরা কালকে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বাস চালাবো।’

এই বিভাগের আরও খবর