chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৬৬ দিন বন্ধের পর আজ খুলছে সরকারি-বেসরকারি অফিস

আজ (৩১ মে) খুলছে দেশের সব সরকারি-বেসরকারি অফিস। টানা ৬৬ দিন বন্ধের পর খুলছে এসব প্রতিষ্ঠান। পুঁজিবাজারসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও খুলছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না এখন।

সরকার অবশ্য স্বাস্থ্যবিধি ঠিক করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন নিজের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে। এজন্য সচেতন হওয়ার বিকল্প নেই।

কোনও কোনও অফিসের প্রবেশপথে বসানো হচ্ছে জীবাণুমুক্তকরণ টানেল। কাজের পরিসর সীমিত রাখা হচ্ছে কোনও কোনও অফিসে। আর সবাইকে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার প্রস্তুতি তো থাকছেই।

এর আগে করোনাভাইরাসের কারণে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে গত ২৮ মে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এসময়ে গণপরিবহন ও কলকারখানা সীমিত পরিসরে চালু করা হলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-19 এর বিস্তার রোধকল্পে এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার আগামী ৩০ মে’র পর শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী ও জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ/সীমিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।