chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিউইয়র্কে নো মাস্ক – নো এন্ট্রি

মাস্ক ব্যবহার না করলে, নিউইয়র্কের ব্যবসার ক্ষেত্রগুলোতে ক্রেতা, বিক্রেতা কিংবা মিডিলম্যান হিসেবে অংশ নেওয়া যাবে না। বৃহস্পতিবার নিউইয়র্কের ডেমোক্রেট দলীয় গভর্নর অ্যান্ড্রিউ কৌমো নির্বাহী ক্ষমতাবলে এই আদেশ জারি করার পর এক টুইটার বার্তায় জানিয়েছেন, নো মাস্ক – নো এন্ট্রি।

এছাড়াও, এই আদেশ কার্যকর করার দায়িত্ব তিনি প্রতিটি দোকানের কর্তৃপক্ষের ওপর ন্যস্ত করেন।

নিউইয়র্কের গভর্নর বলেন, নভেল করোনাভাইরাস সংক্রমণ কমিয়ে আনার ক্ষেত্রে মাস্ক খুবই কার্যকরী। শুধুমাত্র মাস্ক ব্যবহার করেই বৈশ্বিক মহামারীর সংক্রমণ হার নিম্নমুখী করা সম্ভব।

এদিকে অপর এক টুইটার বার্তায় অ্যান্ড্রিউ কৌমো বলেন, কারও ইচ্ছে হলে সে তার নিজের জীবন বিপন্ন করতে পারে, কিন্তু অন্যদের জীবন বিপন্ন করার অধিকার কারও নেই।

এই বিভাগের আরও খবর