chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে পাঁচ দিনের শিশু করোনাক্রান্ত

চট্টগ্রামে প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে মাত্র পাঁচদিন আগে জন্ম নেওয়া নবজাতক।

বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ওই নবজাতকের করোনা পজিটিভ আসে।

রোববার (২৪ মে) দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেন করোনা পজিটিভ মা। ওইদিন সকালে প্রসব বেদনা উঠলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু করোনা পজিটিভ রোগী হওয়ায় ওই নারীকে জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. জাহানারা শিখার নেতৃত্বে একটি টিম তার সিজারিয়ান অপারেশন করেন।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, মা আগে থেকে করোনা আক্রান্ত থাকায় শিশুরও করোনা পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল এলে শিশুর শরীরেও কোভিড-১৯ শনাক্ত হয়।