chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা পরীক্ষার অনুমোদন পেল চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের অধীন কেন্দ্রীয় জীববিজ্ঞান গবেষণাগারে করোনা পরীক্ষার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শীঘ্রই পরীক্ষা চালু হতে যাচ্ছে জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এক দাপ্তরিক আদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বিষয়টি দাপ্তরিকভাবে জানিয়েছেন।

চবির গবেষণাগারে করোনার নমুনা পরীক্ষার কিটস এবং লজিস্টিকস স্বাস্থ্য বিভাগ সরবরাহ করবে। নমুনা পরীক্ষার ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব কল সেন্টার এবং ডিএইচআইএস-২ তে পাঠানো হবে।

এর আগে জীব বিজ্ঞান অনুষদের সেন্ট্রাল বায়োলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে করোনা আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য অনুমোদন চেয়ে আবেদন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

নমুনা পরীক্ষার জন্য সেখানে বায়োসেইফটি লেভেল-২ মানের ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। ল্যাবটি চালু হলে দিনে ৩০০ থেকে ৪০০ নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর