chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভোর ছ’টায় জ়ুম মিটিংয়ে উপস্থিত অক্ষয়

ছোট থেকে সকলকেই একটা কথা শেখানো হয়ে থাকে, ‘আর্লি টু বেড, আর্লি টু রাইজ়’। আর এই নিয়মটা যে অক্ষয়কুমার এখনও অক্ষরে অক্ষরে পালন করেন, সে কথা কারও অজানা নয়। তা বলে ‘বেল বটম’-এর স্ক্রিপ্ট নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য ভোর ছ’টায় মিটিং! এটা বোধহয় অক্ষয়ের পক্ষেই সম্ভব।

মঙ্গলবার ভোর ছ’টায় নিখিল আডবাণী, জ্যাকি ভগনানিদের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে চূড়ান্ত আলোচনা সারেন অভিনেতা। পরিচালক নিখিল আডবাণী তাঁর টুইটার হ্যান্ডলে ভোর ছ’টায় জ়ুম মিটিংয়ের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘‘লকডাউনেও অক্ষয়ের কিছুই বদলাল না।’’ কাজের প্রতি অভিনেতার টানটা যে বরাবরই একটু বেশি। ‘বেল বটম’ আসলে একটি স্পাই থ্রিলার। আশির দশকের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অক্ষয়কে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। ২০২১-এর জানুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

এর ঠিক একদিন আগেই অক্ষয় করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক একটি বিজ্ঞাপনের শুটিংও করেন। তার পরিচালক ছিলেন আর বালকি। লকডাউন চলাকালীন বলিউডে এই প্রথম শুটিং হল। বিশেষ অনুমতি নিয়ে এবং সব রকম সুরক্ষাব্যবস্থা মেনেই শুট করা হয়েছে বলে খবর।

এই বিভাগের আরও খবর